Published : 30 Apr 2025, 05:13 PM
গত এক বছরে রেকর্ড ১ হাজার ৪৩২ কোটি টাকা মুনাফা করার তথ্য দিয়েছে ব্র্যাক ব্যাংক, যা আগের বছরের তুলনায় ৬৬ শতাংশ বেশি।
ব্যাংকটি ২০২৩ সালে ৭৩০ কোটি টাকা কর পরবর্তী মুনাফা করেছিল।
বুধবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটা এককভাবে ব্র্যাক ব্যাংকের করা মুনাফার হিসাব।
সহযোগী প্রতিষ্ঠানগুলোর মুনাফাসহ হিসাব করলে ২০২৪ সালে ব্যাংকটির সমন্বিত মুনাফা দাঁড়ায় ১ হাজার ৪৩২ কোটি টাকা।
এই অংক আগের বছরের ৮২৮ কোটি কর পরবর্তী মুনাফার চেয়ে ৭৩ শতাংশ বেশি।
আগে কখনো এক বছরে মুনাফায় এত বেশি প্রবৃদ্ধি করেনি ব্র্যাক ব্যাংক।
গত সোমবার ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। সেখানেই মুনাফার এই তথ্য উঠে আসে।
ব্র্যাক ব্যাংক বলছে, ২০২৪ সালে তারা এককভাবে গ্রাহক আমানতে ৩৪ শতাংশ এবং ঋণে ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।
ব্যাংকের আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৪ সালে ব্র্যাক ব্যাংকের রিটেল ব্যাংকিং সেগমেন্টে সাড়ে তিন লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। তাতে মোট গ্রাহক সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া কর্পোরেট ব্যাংকিং সেগমেন্টে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে নয় হাজারে।
গত বছর শেষে ব্যাংকটির আস্থা অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৮ লাখে দাঁড়িয়েছে। এই অ্যাপে ২০২৪ সালে দেড় লাখ কোটি টাকার লেনদেন হয়েছে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “২০২৪ সালে আমাদের এই অর্জিত সাফল্য গ্রাহক, সমাজ ও দেশের প্রতি ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতির উদাহরণ।
“গ্রাহক ও স্টেকহোল্ডারদের আস্থা ও বিশ্বাসকে সাথে নিয়ে আমরা উদ্ভাবন, ক্ষমতায়ন এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে অবদান অব্যাহত রাখতে বদ্ধপরিকর।”