নিবন্ধনের মাধ্যমে ৩০০ চালক-কর্মী বিনামূল্যে চোখের পাওয়ার পরীক্ষাসহ বিভিন্ন সেবা নিয়েছেন।
Published : 19 Jan 2025, 03:49 PM
পরিবহন চালক, শ্রমিক ও মেকানিকদের যারা চোখের সমস্যা ভুগছেন, তাদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প করেছে এমজেএল বাংলাদেশ পিএলসি ও প্রাইম ব্যাংক ফাউন্ডেশন।
বুধবার ঢাকার মহাখালী বাস টার্মিনালে এই ক্যাম্পিং হয়েছে বলে প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অধিকাংশ গাড়িচালক দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভোগেন, ফলে সড়ক দুর্ঘটনা বাড়ছে, প্রাণ ঝরছে। এসব চালক-কর্মীদের চোখের পাওয়ার পরীক্ষাসহ বিভিন্ন সমস্যার সেবা দেওয়া হয়েছে। অগ্রিম নিবন্ধন সম্পন্ন করে প্রায় ৩০০ জনকে সেবা দেওয়া হয়।