এখন থেকে সিইএবির সদস্যরা ব্র্যাক ব্যাংক থেকে অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।
Published : 08 Jul 2024, 08:47 PM
বাংলাদেশে অবস্থানরত চীনের ব্যবসায়ীদের বিস্তৃত পরিসরে বিশেষায়িত ব্যাংকিং সেবা দিতে ‘চায়না ডেস্ক’ চালু করেছে ব্র্যাক ব্যাংক।
এজন্য চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সঙ্গে একটি চুক্তি করেছে ব্যাংকটি।
এই চুক্তির ফলে এখন থেকে সিইএবির সদস্যরা ব্র্যাক ব্যাংক থেকে অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক জানিয়েছে, চায়না ডেস্কে চীনা ব্যবসায়ীদের প্রয়োজনমতো সেরা ব্যাংকিং সেবা দিতে ম্যান্ডারিন ভাষায় পারদর্শী কর্মী নিয়োজিত থাকবেন।
সম্প্রতি ঢাকার বারিধারায় সিইএবি কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং ডিভিশন তারেক রেফাত উল্লাহ খান এবং সিইএবির ভাইস প্রেসিডেন্ট ওয়াং হংবো চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মুসাব্বির আহমেদ এবং ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট লিড দিলরুবা শারমিন হক।
আর, সিইএবির প্রতিনিধি দলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট ইয়াং জিয়ানশি, গুও হুজিন এবং হান জিংচাও।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিইএবি দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার প্রসার, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেও অবদান রাখতে চায়।
সম্প্রতি সিইএবি বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোকে সমুন্নত করতে আটটি বিশেষায়িত শিল্প শাখার উদ্বোধন করেছে।
২৮০টি বড় এবং মাঝারি আকারের চীনা শিল্পপ্রতিষ্ঠান নিয়ে সিইএবি বাংলাদেশে মহাসড়ক, সেতু, রেলপথ এবং বিদ্যুৎ খাতের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প নির্মাণে সহায়ক ভূমিকা পালন করেছে।