‘অবৈধ লেনদেনে’ জড়ানোর প্রমাণ পাওয়ায় পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) ওয়ালেটমিক্স লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার লাইসেন্স বাতিলের সার্কুলার ওয়েবসাইটে প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক বলেছে, “ওয়ালেটমিক্স লিমিটেডকে প্রদত্ত লাইসেন্সের শর্ত নং (ঢ) মোতাবেক গ্রাহক স্বার্থ রক্ষার্থে ওয়ালেটমিক্স লিমিটেডের পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্স বাতিল করা হয়েছে।’’
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘“বাংলাদেশ ব্যাংকের তদন্তে ধরা পরেছে, ওয়ালেটমিক্স লিমিটেড অননুমোদিত লেনদেন করেছে। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত হয়।’’
দেশের অভ্যন্তরে মার্চেন্ট অ্যাগ্রিগেটর হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ওয়ালেটমিক্সকে পিএসও লাইসেন্স দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের ওই সার্কুলার পাঠিয়ে ‘সব ধরনের লেনদেন না করার’ পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।