হাইসেন্সের স্মার্ট টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন পণ্য এখন নরসিংদীর শিবপুরে ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানায় সংযোজন হবে।
Published : 11 Dec 2024, 06:37 PM
বাংলাদেশে যাত্রা শুরু করেছে চীনের ইলেকট্রনিক্স ব্র্যান্ড হাইসেন্স। বাংলাদেশের ফেয়ার ইলেকট্রনিক্স এখন থেকে হাইসেন্সের পণ্য সংযোজন ও বাজারজাত করবে।
গত ৯ ডিসেম্বর ঢাকার একটি হোটেলে হাইসেন্সের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স।
বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, হাইসেন্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ক্যাথরিন ফ্যাং, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী এবং বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইসেন্সের স্মার্ট টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন পণ্য এখন নরসিংদীর শিবপুরে ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানায় সংযোজন হবে।