ঈদের বিকাশে ৭০% বেশি রেমিটেন্স

রমজান মাসে ৯০টিরও বেশি দেশের প্রবাসীরা বিকাশে রেমিটেন্স পাঠিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2023, 02:43 PM
Updated : 1 May 2023, 02:43 PM

এবারের ঈদের আগে রোজার মাসে মোবাইলে আর্থিক সেবা দেওয়া কোম্পানি বিকাশে রেমিটেন্স আগের মাসের চেয়ে ৭০ শতাংশ বেশি এসেছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান ও ঈদে ৯০টিরও বেশি দেশ থেকে সাড়ে ছয় লাখ বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বৈধ পথে আসা এসব রেমিটেন্সের অনুকূলে হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ বিকাশ গ্রাহকদের কাছে পৌঁছেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আর্থিক সেবার কোম্পানিটি আরও জানায়, বিকাশের মাধ্যমে বিভিন্ন সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, জাকাত-ফিতরা, অনুদান দেওয়াসহ নানা সেবা গ্রাহকরা ঘরে বসেই নিতে পারছেন। এছাড়া দেশজুড়ে ছড়িয়ে থাকা তিন লাখ ৩০ হাজার এজেন্ট পয়েন্ট থেকে প্রয়োজনমত যেকোনো সময় ক্যাশ আউট সুবিধার কথাও জানানো হয়েছে।