আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা।
Published : 26 Oct 2024, 03:10 PM
ওয়ালটন পণ্য কিনে ২০ লাখ টাকা জিতেছেন দিনাজপুর এক ক্রেতা।
‘ডাবল মিলিয়ন’ অফারের ওয়ালটনের একটি ফ্রিজ কিনে ২০ লাখ জিতেছেন রানা ইসলাম, তিনি পেশায় একজন পরিবহন শ্রমিক।
শনিবার বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে সারাদেশে চলা ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’র ‘ডাবল মিলিয়ন’ অফার চলছে।
এই মিলিয়ন অফারে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা।
এর আগে মঙ্গলবার দিনাজপুর শহরের ইন্সটিটিউট মাঠে রানা ইসলামের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। ওই সময় ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, চিত্রনায়ক আমিন খান, সার্কেল এএসপি শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন খানসহ আরো কয়েক জন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক, ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, ওয়ালটন প্লাজার ব্র্যান্ড ম্যানেজার ওয়াহিদুজ্জামান ও গণেশতলা ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. সাত্তার হোসাইন।
অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম সেবা দেওয়ার জন্য ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে ওয়ালটন।
এই কার্যক্রমে ২০ লাখ টাকার উপহার ছাড়াও রয়েছে কয়েক কোটি টাকার পুরস্কার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা।