কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও তিন উদীয়মান স্থপতিকে পুরস্কৃত করতে যাচ্ছে কবির স্টিল রি-রোলিং মিলস (কেএসআরএম)।
পুরস্কারের জন্য দেশের ১১টি আর্কিটেকচার শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের প্রকল্পের প্রদর্শনী সোমবার শুরু হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
বৃহস্পতিবার আইএবি সেন্টার বহুমুখি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।
এ উপলক্ষে রোববার আইএবি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, উদীয়মান স্থপতিদের উৎসাহ দিতে কেএসআরএম ও আইএবির মধ্যে ১০ বছর মেয়াদি একটি সমঝোতা চুক্তি সই হয় ২০১৯ সালে। সেই থেকে জুরি বোর্ড নির্বাচিত তিনজনকে প্রতিবছর পুরস্কৃত করা হয় কেএসআরএমের পক্ষ থেকে।