এটি ইসলামী ব্যাংকের ৩৯৯তম শাখা।
Published : 05 Dec 2024, 06:23 PM
মেহেরপুরের গাংনীতে ইসলামী ব্যাংকের নতুন শাখা চালু হয়েছে।
ব্যাংকটির ৩৯৯তম শাখা হিসেবে বৃহস্পতিবার এ শাখা উদ্বোধনের কথা ইসলামী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা মওলা বলেন, “এ ব্যাংক আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিসহ বিভিন্ন সূচকে দেশের সেরা ব্যাংক হিসেবে খ্যাতি অর্জন করেছে। মাঝারি ও বৃহৎ শিল্প বিনিয়োগের পাশাপাশি গ্রামীণ অঞ্চলে ইসলামী ব্যাংকের সেবাসমূহের চাহিদা ও আওতা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে।”
গাংনী এলাকার কৃষিশিল্প ভিত্তিক ব্যবসার চাহিদা ও গুরুত্বের কথা জানিয়ে উপযোগী বিনিয়োগ সেবা চালুর আশ্বাস দিয়েছেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে কল্যাণমুখী ব্যাংকিংয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরীআহ সেক্রেটারিয়েটের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নূরুল কবীর।
অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাকসুদুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মো. মাহবুব-এ আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, গাংনী শাখাপ্রধান মো. মাসুদ করিম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহা উপস্থিত ছিলেন।