স্থানীয় জার্মানদের অনেকে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপনে অংশ নিচ্ছেন।
Published : 30 Jun 2023, 05:52 PM
জার্মানির সুখী শহর এবং পোর্ট সিটি নামে পরিচিত হামবুর্গে ঈদ উৎসব পালন করেছেন ইসলাম ধর্মাবলম্বী প্রবাসীরা।
বুধবার সকালে বায়তুল মোকাররম হামবুর্গ মসজিদে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নারী ও পুরুষের জন্য জামাতের ব্যবস্থা ছিল।
হামবুর্গে প্রতি বছরই বাংলাদেশি পরিবার এবং শিক্ষার্থী সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে উৎসব উদযাপনের আমেজ।
স্থানীয় জার্মানদের অনেকে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপনে অংশ নিচ্ছেন।
আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা (ইউনিকোডে)/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান [email protected] ঠিকানায়।
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি [email protected] ঠিকানায় ইমেইল করুন।