দরিদ্র পরিবারের ফাতিমা জান্নাত এবার কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৬০০তম অবস্থান নিয়ে।
Published : 16 Mar 2023, 03:02 PM
পরিবারে আর্থিক সামর্থ না থাকলেও মনোযোগ দিয়ে লেখাপড়া করার সুবাদে চিকিৎসক হওয়ার স্বপ্নকে আজকে বাস্তবে পূরণ করার পথে রয়েছেন ফাতিমা জান্নাত।
ফাতিমা জান্নাত দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের দিনমজুর আবুল কালামের কন্যা ।
বিজ্ঞান বিভাগে হাজীপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ থেকে জিপিএ ৫ নিয়ে পাস করেছেন তিনি।
এবার কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৬০০তম অবস্থান নিয়ে।
দুই কন্যা সন্তানের মধ্যে ছোট ফাতিমা জান্নাতকে নিয়ে তার মা বলেন, ”ছোট থেকে তার লেখাপড়ার অনেক আগ্রহ ছিল।
”তার পিতা যখন লোকের মৎস্য ঘেরে দিনমজুরের কাজ করতে ব্যস্ত, সে তখন লেখাপড়া করত। ”
”আমি তখন বাড়িতে থেকে বিভিন্ন চাষ করি। কোনো রকম সংসারটা চলছে। বাবার কষ্টে উপার্জিত অর্থের অপচয় করার মতো ইচ্ছে কখনও আমি তার মনে জাগ্রত হতে দেইনি। সব সময় তাকে মনে করিয়ে দিয়েছি তার বাবার মাথার ঘাম পায়ে ফেলার মৎস্য ঘেরে দিনমজুরি করার গল্প।”
ফাতিমা জান্নাতের বরাবরের ইচ্ছে চিকিৎসক হয়ে এদেশের দরিদ্র মানুষের সেবা করবেন।
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে জানতে পেরে আনন্দে কেঁদেছিলেন জানিয়ে তিনি বলেন, “আমি খুব দরিদ্র্য পরিবারের মেয়ে। আমি দেখেছি আমার চোখের সামনে বাবা-মায়ের অভাব অনটনের কষ্টকে। সব সময় তাদের কষ্টের কথা ভেবে লেখাপড়া করে গেছি।”
আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান [email protected] ঠিকানায়।
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি [email protected] ঠিকানায় ইমেইল করুন।