বন্যায় ভাঙ্গা রাস্তা মেরামতে নামলেন অরুয়াইলের ইউপি চেয়ারম্যানও

এম.মনসুর আলী
Published : 3 July 2022, 11:48 AM
Updated : 3 July 2022, 11:48 AM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ সরাইল-অরুয়াইল রাস্তার একাংশ নিজ অর্থায়নে মেরামত করেছেন উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া ।

১ জুলাই  সকালে উপজেলার সরাইল-অরুয়াইল রাস্তার কালিশিমুল এলাকায় বন্যার কারণে হওয়া বড় বড় গর্তে ইটের খোয়া দিয়ে রাস্তার ভাঙ্গা অংশ মেরামত করা হয়। এতে দুর্ভোগ লাঘব হয় ওই এলাকার লক্ষাধিক মানুষের।

এ সময় ইউপি চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন ভুইয়া শ্রমিকদের সাথে নিজেও মেরামতের কাজে অংশ নেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন,  "চেয়ারম্যান সাহেব নিজ উদ্যোগে এই রাস্তাটি মেরামত করছেন।

"পাশাপাশি নিজে শ্রমিকদের সাথে কাজ করেছেন। এর চেয়ে খুশির সংবাদ আর কী হতে পারে। আমরা চাই, আগামী দিনগুলোতেও তিনি জনগণের সঙ্গে থাকুক।"

চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন,  "সরাইল- অরুয়াইল সড়কটির কালিশিমুল অংশ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পানির স্রোত ও বড় যান বাহনের চাকার আঘাতে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ

"সব গর্তে আটকে যাচ্ছে সিএনজি চালিত অটোরিকশাসহ সব ধরণের যান। সড়কটি দিয়ে প্রতিদিন তিন ইউনিয়নের ৩গ্রামের মানুষ চলাচল করে। বড় বড় গর্তে ভরা সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। লক্ষাধিক মানুষের দূর্ভোগ লাগবে আমার এই ক্ষুদ্র চেষ্টা "