Published : 12 Mar 2022, 08:29 PM
ময়মনসিংহ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএএম) কার্যকরী কমিটির পরিচিতি সভা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল থানার ওসি মইনউদ্দিন সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। তিনি নিজের পেশাগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতাও তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন।
সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সংগঠক খায়রুল আরম রফিক বলেন, "আমাদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে আরো অগ্রসরমান ও আত্ননির্ভরশীল হতে হবে।"
এই সভায় চারণ সাংবাদিক ও নাগরিক সাংবাদিক হিসাবে সংবর্ধনা পাওয়ার অভিজ্ঞতা হয়েছে আমার। এমন সংবর্ধনা পেয়ে আমি আনন্দিত এবং উৎসাহিত। এই সম্মান প্রাপ্তি কাজের প্রতিভা বিকাশের ক্ষেত্রে আমাকে উজ্জীবিত করবে।
আমার কাছে মনে হয়, আমরা প্রত্যেকেই চারণ সাংবাদিক বা নাগরিক সাংবাদিক। কারণ সমাজের প্রতিটি বিষয়কেই আমরা যুগোপযোগী করে সংবাদপত্রে মিডিয়ায় তুলে ধরতে বিরাট ভূমিকা পালন করছি। যা জাতির তথা মানুষের প্রত্যাশা পূরণে সহায়ক হচ্ছে।