Published : 26 Aug 2019, 08:29 PM
ছোটবেলায় হেলিকপ্টারের শব্দ শুনলে আকাশের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করতাম। কি যে বিষ্ময় ছিল তখন! এবার সত্যি সত্যি হেলিকপ্টারে উড়ে যাওয়ার সময় জানালা দিয়ে অনেকক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকলাম। খেয়াল করলাম নিচেও কয়েকজন অপলকভাবে উপর তাকিয়ে আছে। তাদের বিস্ময় দেখে ছোটবেলার সেই আমার কথাই মনে পড়ল।
গত ২৩ আগস্ট বিকালে হেলিকপ্টারে বগুড়ার সীমানায় পৌঁছে ছবিগুলো তুলেছি।
আকাশ থেকে দেখা সুজলা-সুফলা বগুড়া
আমি যতদূর চিনতে পারলাম, এটা খুব সম্ভবত বগুড়া-রংপুর সড়ক
সবুজ বগুড়া