Published : 27 Nov 2017, 12:03 AM
হঠাৎ খেয়াল করলাম আমার জীবনের সাথে মিশে গেছে বিডিনিউজের ব্লগ, চারপাশে কোথাও কিছু নজরে পড়লেই ব্লগে লেখা/ছবি পোস্ট করার কথা ভাবি। ভাগ্যিস বিডিনিউজে এরকম একটা কল্যাণকর প্লাটফর্ম ছিলো…
বাংলাদেশে নাগরিক সাংবাদিকতা ভিত্তিক ব্লগের পথিকৃৎ ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সকল লেখক, পাঠক, শুভাকাঙ্ক্ষীদের মঙ্গল কামনা করছি। জয় হোক সচেতন নাগরিকের, জয় হোক ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর।