Published : 10 Sep 2017, 08:05 AM
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা।
বর্ষায় বাহারি রঙের প্রজাপতি প্রকৃতির সৌন্দর্যকে আরো রাঙিয়ে তুলে। জোনাকি যেমন শরতের সন্ধ্যা নামার পর ঝিলমিল আলোতে ভরিয়ে তুলে। বিচিত্র রঙের প্রজাপতি শরতের সকালে ঘাসফুল ও নানা ফুলের রেণু সংগ্রহে প্রকৃতির রূপ আরো বেশি মোহিত করে। ছবিটি সিলেট বিভাগীয় স্টেডিয়ামের পাশ থেকে তোলা।
ছবি- সুমন দে।