Published : 01 Dec 2016, 06:58 AM
জাপানি পুলিশরা এতো নীরবে শহর মনিটরিং করে যে বাতাসেও শব্দ পাওয়া যায় না। মানুষ যেখানে আছে সেখানে সমস্যা থাকবেই। কিন্তু তা নিয়ন্ত্রণ যারা কৌশলে করতে পারে তাদের সমাজে সমস্যা কম হয়। এক্ষেত্রে জাপানি পুলিশিং অনেক আধুনিক। একদিন নিজের বাসা থেকে আমিও তাদের নীরবে দেখছিলাম এবং একটা ছবিও তুলে নিয়েছিলাম।