Published : 25 Mar 2015, 11:04 AM
আরও হাসি গুগল ফ্রি দিতেছে-
মূল প্রসঙ্গঃ
বিবিসি'র এক খবরে জানতে পাড়লাম প্রতিবছর এশিয়ার বিভিন্ন দেশে সুপারি খেয়ে হাজার হাজার মানুষ মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এবং প্রতি বছর আরও হাজার হাজার মানুষ এতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে। আর এর মূল কারণ হল তাদের খাওয়া পান-সুপারি আর চুনের রসালো মিশ্রণ।
তাই আমি বলছিলাম কী, পান খান আর গান গান! কোন আপত্তি নাই। তয় একটু ছবিগুলা দেখে একবার ভাবুন এই পান সুপারি আপনাদের চেহারাকে কতটুকু সৌন্দর্যমণ্ডিত করে তোলে? দাঁতে ও মুখে কতটুকু ফেয়ার এন্ড লাভলীর চেকনাই আনে?
তয় আর একটা কথা? মুখে ক্যান্সার হলে যেন আবার সৃষ্টিকর্তাকে দোষারোপ না করুন যে? নিজ দায়িত্বে খান যে?
আগেই কইয়া রাখলাম যে >>>
২৪/০৩/২০১৫