ক্ষমতা, কেন তুমি মানুষকে এমন লোভি বানাও?

সুকান্ত কুমার সাহা
Published : 5 Feb 2015, 06:31 PM
Updated : 5 Feb 2015, 06:31 PM

প্রথমে পেট্রোলের আগুনে পোড়া, তারপর চাকার নিচে ছিন্নভিন্ন দেহ; তারপর শুধুই রাস্তায় পরে থেকে পুড়ে পুড়ে কয়লা আর কয়লা হয়ে যাওয়া! মানব দেহ আজ জীবন্ত কাবাব; তারপর থ্যাথলা; তারপর কয়লা! খেটে খাওয়া নিরীহ গরিব মানুষগুলোর কেন এই নির্মম পরিণতি? কেন তারা হবে মানুষের লোভের বলি? কেন হবে তারা কারো ক্ষমতায় যাওয়ার ভিত্তি; ক্যাশ ডিপোজিট?

ক্ষমতা, কেন তুমি মানুষকে এমন লোভী বানাও? কি আছে তোমার ভিতরে যে মানুষ রাক্ষসে পরিণত হয়? কিছুই লিখতে ইচ্ছে করে না; ভাললাগে না আর!

মাঝে মাঝে দীর্ঘশ্বাসের সাথে বলে উঠি, ভগবান তুমি কোথায়?

০৫/০২/২০১৫ রাতঃ ১১.৩২