Published : 26 Oct 2012, 12:11 AM
গতকাল ময়মনসিংহ ফুলবাড়ীয়া সড়কের কাতলাসেন ও দেওখোলা বাজারের মাঝামাঝি জায়গা থেকে ছবিটি তোলা হয়েছে। ট্রান্সফরমার লাগানো খুঁটিটি সামান্য হেলে থাকলেও পরবর্তী খুঁটিটি এত বেশী হেলে পড়েছে যে-যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা।