শরীরে পেট্রোল ঢেলে আগুন, সেই হোটেল ম্যানেজারের মৃত্যু

‘চাঁদা না পেয়ে’ সন্ত্রাসীরা জাহাঙ্গীরের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল বলে স্বজনদের ভাষ্য।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2023, 02:10 PM
Updated : 8 June 2023, 02:10 PM

পটুয়াখালীতে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সেখানকার একটি আবাসিক হোটেলের ম্যানেজার জাহাঙ্গীর ফকির।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বুধবার রাতে তার মৃত্যু হয় বলে পটুয়াখালী থানার ওসি মনিরুজ্জামান জানান।

৪০ বছর বয়সী জাহাঙ্গীর পটুয়াখালীর হোটেল শিকদার রেস্ট হাউসের ম্যানেজার ছিলেন। ‘চাঁদা না পেয়ে’ গত শুক্রবার তার শরীরে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল বলে স্বজনদের ভাষ্য।

ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দগ্ধ হওয়ার পর চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছিল। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা গেছেন।

ওই ঘটনায় শুরুতে জখমের অভিযোগে দুইজনের নামে মামলা হলেও সেটি এখন হত্যা মামলা হিসেবে পরিগণিত হবে বলে জানান ওসি।

ঢাকায় নিহতের ছোট ভাই জামাল ফকির সাংবাদিকদের জানান, গত শুক্রবার স্থানীয় ‘কয়েকজন সন্ত্রাসী’ তার ভাইয়ের কর্মস্থল আবাসিক হোটেল শিকদার রেস্ট হাউসে যায়। হোটেলটি পটুয়াখালী সদর উপজেলার ফায়ার সার্ভিসের পাশে তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায়।

“সন্ত্রাসীরা ভাইয়ের কাছে চাঁদা দাবি করে না পেয়ে প্রথমে চলে যায়। কিছুক্ষণ আবার এসে আমার ভাইয়ের শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।”

জাহাঙ্গীরের শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান তার ভাই জামাল।

ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।