জি এম কাদেরের পক্ষে উত্তরা পশ্চিম থানায় জিডি করেছেন তার ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান।
Published : 16 Dec 2023, 02:29 PM
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সপরিবারে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগের বিষয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বৃহস্পতিবার রাতে সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। তবে বিষয়টি জানা যায় শনিবার।
জিডির বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার ওসি আবুল হাসান জানান।
জিএম কাদেরের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান থানায় জিডি করেছেন জানিয়ে ওসি বলেন, “এক ব্যক্তি ফোন করে সপরিবারে তাকে (জি এম কাদের) হত্যার হুমকি দিয়ে বলেছে, আসন্ন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সফল করার চেষ্টা থেকে তিনি যেন সরে দাঁড়ান।”
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “হুমকি দাতাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) ও ঢাকা-১৭ আসনের প্রার্থী হয়েছেন জি এম কাদের। রংপুর-৩ আসনে বর্তমান সংসদ সদস্য রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ)। অপরদিকে ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান ছাড়াও এই দলের আরেক শীর্ষ নেতা সালমা ইসলামের প্রার্থিতা বৈধ হয়েছে। আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন মোহাম্মদ আলী আরাফাত।