সোমবার সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নব নির্বাচিত সাংসদকে শপথ বাক্য পাঠ করান।
Published : 13 Nov 2023, 04:15 PM
পটুয়াখালী-১ আসনের উপ নির্বাচনে বিজয়ী নৌকার প্রার্থী মো. আফজাল হোসেন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
সোমবার সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।
সংসদ সচিবালয় জানিয়েছে, সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও মো. মহিব্বুর রহমান শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।
শপথ গ্রহণ শেষে সংসদ সদস্য আফজাল হোসেন রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।
সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
গত ৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে আওয়ামী লীগের প্রার্থী মো. আফজাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।
সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর মারা গেলে এ আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন ২৬ নভেম্বর ভোটের তারিখ রেখে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে।
আওয়ামী লীগ এ উপ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে বেছে নেয় দলের সাংগঠনিক সম্পাদক আফজালকে। আর কোনো প্রার্থী না থাকায় তিনিই এ আসনের এমপি হলেন।
পটুয়াখালী-১ উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আফজাল