পেশাদার মাদক চক্রের সদস্য হায়দারের নামে মাদকের দুটি মামলা আছে বলে জানিয়েছে র্যাব।
Published : 07 Mar 2023, 12:44 PM
ঢাকায় এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব, যিনি যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে গত দুই বছর ধরে পলাতক জীবন কাটাচ্ছিলেন।
ঢাকার কদমতলী এলাকা থেকে সোমবার রাতে লিটন হাওলাদার নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার ফজলুল হক জানান।
তিনি বলেন, ‘পেশাদার মাদক চক্রের সদস্য’ হায়দারের নামে মাদকের দুটি মামলা আছে।
এর মধ্যে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় হায়দার ৩৪ মাস জেল খেটে জামিনে বের হন ২০২১ সালে। এরপর নিয়মিত হাজিরা না দিয়ে আত্মগোপনে চলে যান তিনি।
গত বছরের ২৩ জুন অপরাধ প্রমাণিত হওয়ায় ওই মামলার রায়ে লিটনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয় আদালত।
র্যাব বলছে, হায়দার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতেন। তারপর তা বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।