গ্যাটকো দুর্নীতি: অভিযোগ গঠনের অবশিষ্ট শুনানি ১০ জুলাই

এ মামলায় আমির খসরুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে; বিচারক ১০ জুলাই পরবর্তী তারিখ রেখেছেন।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2023, 11:12 AM
Updated : 6 June 2023, 11:12 AM

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে অবশিষ্ট শুনানির জন্য ১০ জুলাই দিন রেখেছে আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইন মঙ্গলবার আংশিক শুনানি নিয়ে পরবর্তী দিন ধার্য করে দেন।

খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে এদিন হাজিরা দেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

আসামিপক্ষ এদিন এ মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করে। আদালত সেই আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানি করতে বলেন। তা না হলে অভিযোগ গঠনের বিষয়ে আইন মেনে আদেশ দিয়ে দেওয়া হবে বলে বিচারক জানান।

পরে মামলার আসামি বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে অভিযোগ গঠনের শুনানি শেষ করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। এরপর অন্য আসামিদের পক্ষে শুনানির জন্য বিচারক আগামী ১০জুলাই তারিখ রাখেন।

খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি এই মামলাটি হয় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে।

দুদকের তৎকালীন উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ১৩ মে আদালতে অভিযোগপত্র দেন দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা।

চারদলীয় জোট সরকারের নয়জন মন্ত্রী এবং একজন উপমন্ত্রীসহ মোট ২৪ জনকে সেখানে আসামি করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, এম শামছুল ইসলাম, এম কে আনোয়ার, আকবর হোসেন, আবদুল মান্নান ভুইয়া এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রাহমান কোকো মারা গেছেন। আর জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমডোর জুলফিকার আলী, আকবর হোসেনর স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ, সাবেক নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ, গ্লোবাল এগ্রোট্রেড প্রাইভেট লিমিটেড (গ্যাটকো) এর পরিচালক শাহজাহান এম হাসিব।

আরও পড়ুন-

Also Read: গ্যাটকো মামলা: আমীর খসরুকে অব্যাহতি দিতে যুক্তি উপস্থাপন