নোয়াখালী ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
Published : 05 May 2023, 05:50 PM
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শিবলু রফিকুল ইসলাম (২০), জাহিদুর রহমান জাহিদ (২৮) ও শাহাদত হোসেন (২৫)।
এটিইউ জানিয়েছে, বৃহ্স্পতিবার রাতে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয় শিবলুকে। পরে তার দেওয়া তথ্যানুযায়ী কুমিল্লায় অভিযান চালিয়ে শুক্রবার ভোরে জাহিদ ও শাহাদতকে গ্রেপ্তার করা হয়।
তারা দীর্ঘদিন ধরে অনলাইনে ‘জঙ্গিবাদী প্রচার ও রাষ্ট্রবিরোধী কাজ’ করে আসছিল জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ খুলে নিজেদের মধ্যে কথাবার্তা চালাচ্ছিল। পরিকল্পনা সাজাতে তারা প্রতি মাসে শিবলুর নেতৃত্বে গোপন বৈঠকে বসত।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।