প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়।
Published : 12 Feb 2024, 11:17 AM
পেশাগত ভুয়া সনদ নিয়ে যারা বিদেশ যাচ্ছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব ভুয়া সনদ তৈরির সঙ্গে যারা জড়িত, তাদের পাশাপাশি ভুয়া সনদ নিয়ে বিদেশ যেতে যারা সহায়তা করেন, তাদেরও চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, “প্রবাসে অনেকে যখন যাচ্ছে, ভুয়া সার্টিফিকেট নিয়ে যাচ্ছে। ভুয়া ডাক্তার, ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট। সেক্ষেত্রে কিভাবে ভুয়া সনদ নেয়, ওইসব সনদ দিয়ে কিভাবে বাইরে যায়, কারা তাদের সহায়তা করে, যারা এসব কাজ যারা করেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)