আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Published : 24 Mar 2024, 03:22 PM
ঢাকার মহাখালীতে একটি বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছেন।
রোববার বেলা পৌনে ৪টার দিকে কড়াইল বস্তির পাশে টিঅ্যান্ডটি বয়েজ স্কুল রোডের গোডাউন বস্তিতে আগুন লাগে। অনেক দূর থেকেও সেখানে আগুনের শিখা দেখা যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে বারিধারা, তেজগাঁও, কুর্মিটোলা, সিদ্দিকবাজার, মিরপুর ও উত্তরা ফায়ার স্টেশনের ১০ টি ইউনিট সেখানে যায়। তাদের চেষ্টায় বিকাল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।