Published : 21 Feb 2023, 04:37 PM
ঢাকা মহানগর পুলিশের উত্তরখান, কামরাঙ্গীচর ও বনানী থানার ওসি বদল করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়।
ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের পরিদর্শক কাজী আবুল কালামকে উত্তরখান থানার ওসি, কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা আনোয়ারকে সেখানেই ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। কামরাঙ্গীচর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে বনানী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
আর উত্তরখান থানার ওসি মোহাম্মদ আব্দুল মজিদকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে এবং বনানী থানার ওসি নূরে আযম মিয়াকে গোয়েন্দা-সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে বদলি করা হয়েছে।