সিদ্দিক বাজারে ভবন ধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ভবনে বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2023, 07:10 PM
Updated : 7 March 2023, 07:10 PM

ঢাকার সিদ্দিক বাজারে ভবন ধসে প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে বাসস মঙ্গলবার রাতে এই খবর দিয়েছে।

এদিন বিকালে গুলিস্তানের সিদ্দিক বাজারে নর্থ সাউথ সড়কের পাশের একটি ভবন বিস্ফোরণের পর আংশিক ধসে পড়ে।

রাত পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের কয়েকজনের অবস্থা সঙ্কটাপন্ন।

প্রধানমন্ত্রী নিহতদের আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে বাসস জানায়।

প্রধানমন্ত্রী এখন কাতারের দোহায় রয়েছেন। সেখানে স্বল্পোন্নত দেশগুলো নিয়ে জাতিসংঘের সম্মেলনে যোগদান শেষে বুধবার বিকালে দেশে ফিরবেন তিনি।

Also Read: সিদ্দিক বাজারে বিস্ফোরণ: নিহত বেড়ে ১৭, উদ্ধার অভিযান স্থগিত