আরেক আসামি খালাস পেয়েছেন।
Published : 30 Nov 2023, 10:45 PM
মাদক ‘আইস’ পরিবহনের দায়ে তাজুল ফাত্তাহ নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঢাকার ৯ নম্বর বিশেষ দায়রা জজ শেখ হাফিজুর রহমান।
কারাদণ্ডের পাশাপাশি তাজুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি শরিফুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের পেশকার সাইফুল ইসলাম মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দণ্ডপ্রাপ্ত তাজুল ফাত্তাহ ময়মনসিংহের মুক্তাগাছা থানার বনবাংলা গ্রামের আশরাফ আলীর ছেলে। রায়ের সময় কারাগার থেকে তাকে এজলাসে নিয়ে আসা হয়। রায় শুনে তাজুল ও তার বাবা কান্নায় ভেঙ্গে পড়েন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর ২৫০ গ্রাম আইসসহ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে একটি মোটর সাইকেলসহ শরিফুল ও তাজুলকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ অহিদুর রহমান মজুমদার বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক সেলিম আকতার।