বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেননি মন্ত্রিপরিষদ সচিব।
Published : 10 Feb 2024, 04:58 PM
জ্বর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব কাজী শাহজাহান সাংবাদিকদের বলেন, “স্যারের ডেঙ্গু হয়নি। জ্বর ও কাশি হওয়ায় বৃহস্পতিবার সকালে স্যার হাসপাতালে ভর্তি হয়েছেন।”
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেননি মন্ত্রিপরিষদ সচিব। জ্বরের সঙ্গে কাশি থাকায় সকাল ১০টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের একটি কেবিনে ভর্তি আছেন মন্ত্রিপরিষদ সচিব।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)