এজলাসে ‘অপ্রীতিকর ও স্বাভাবিক বিচারকাজে প্রতিবন্ধকতা’ সৃষ্টির অভিযোগে আলাউদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছিলেন পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম।
Published : 17 Oct 2022, 05:26 PM
‘অসৌজন্যমূলক আচরণের মাধ্যমে আদালত অবমাননার’ অভিযোগে পিরোজপুরের পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিনকে তলব করেছে হাই কোর্ট।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাই কোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সোমবার এই আদেশ দেয়। খান মো. আলাউদ্দিনকে আগামী ১৫ নভেম্বর হাই কোর্টে হাজির থাকতে বলা হয়েছে আদেশে।
রাষ্ট্রপক্ষে এ সময় আদালতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সাথে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আদালত অবমাননার অভিযোগে খান মো. আলাউদ্দিনের বিরুদ্ধ কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছে হাই কোর্ট।
এজলাসে ‘অপ্রীতিকর ও স্বাভাবিক বিচারকাজে প্রতিবন্ধকতা’ সৃষ্টির অভিযোগে আলাউদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ চেয়ে পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম আবু জাফর মো. নোমান প্রধান বিচারপতির কাছে এক আবেদন করেন।
সেই আবেদন হাতে পাওয়ার পর তা বিবেচনায় নিয়ে এই আদেশ দিল হাই কোর্ট।