সুপ্রিম কোর্ট আইনজীবী নির্বাচন: ভাঙচুর মামলায় একজনের রিমান্ড

বিএনপিপন্থি ১৪ আইনজীবীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০০/৩৫০ জনকে আসামি করে এ মামলা করা হয়।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2023, 03:15 PM
Updated : 16 March 2023, 03:15 PM

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে ভাঙচুর ও মারধরের মামলায় এক আইনজীবীকে জিজ্ঞাসাবাদে পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাহবুব আহমেদ শুনানি শেষে সালাহ উদ্দিন রিগ্যান নামের ওই আইনজীবীকে রিমান্ডের আদেশ দেন বলে পিপি আজাদ রহমান জানান।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের এসআই জুলহাস উদ্দিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তার এক দিনের রিমান্ডের আদেশ দেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান বুধবার শাহবাগ থানায় এ মামলা করেন।

মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজলসহ ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০/৩৫০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে এ নিয়ে আইনজীবীদের মধ্যে উত্তেজনার মধ্যে বুধবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীদের প্রতিনিধিদল।

নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে দেখা করেন তারা।

বিষয়টি প্রধান বিচারপতি বিষয়টি দেখবেন এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।

আরও পড়ুন

Also Read: সুপ্রিম কোর্ট আইনজীবী নির্বাচন: প্রধান বিচারপতির সঙ্গে বিএনপিপন্থীদের সাক্ষাৎ