ডিএমপির তিন বিভাগে নতুন উপকমিশনার

ঢাকা মহানগর পুলিশের এক আদেশে তিন বিভাগে নতুন উপ-কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2022, 10:55 AM
Updated : 10 August 2022, 10:55 AM

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন উপকমিশনারকে বদলি করে গুলশান, মতিঝিল ও ওয়ারী বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলির কথা জানানো হয়।

আদেশে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আ. আহাদকে গুলশান বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) হায়াতুল ইসলাম খানকে মতিঝিল বিভাগে এবং উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. জিয়াউল হাসান তালুকদারকে ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে গুলশান বিভাগে দায়িত্ব পালন করা উপকমিশনার মো. আসাদুজ্জামানকে ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়। ওয়ারী বিভাগের উপকমিশনার ইফতেখারুল আলমকে দিনাজপুর জেলা পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

সে কারণে গুলশান এবং ওয়ারী বিভাগে এই দুটি পদ শূন্য ছিল।