ইউক্রেইন-রাশিয়ার যুদ্ধের মধ্যে ৭ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ল্যাভরভ।
Published : 13 Feb 2024, 10:25 AM
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আসছেন ঢাকায়। তাকে ইউক্রেইন সংকটের দ্রুত শান্তিপূর্ণ সমাধান বের করার অনুরোধ জানাবে বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বলেন, “আমরা আশা করব এবং রাশিয়াকে আমরা নিশ্চয় অনুরোধ করতে পারি যে দ্রুত যাতে এটার একটা শান্তিপূর্ণ সমাধান বের করা যায়।”
ইউক্রেইন-রাশিয়ার যুদ্ধের মধ্যে ৭ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ল্যাভরভ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
তার সফরের আলোচ্যসূচি নিয়ে মোমেন বলেন, “খাদ্য, সার এবং জ্বালানি নিরাপত্তা, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, এগুলোর পরে আমাদের যে সমস্যা আছে, সেগুলো আমরা তুলে ধরব। সাম্প্রতিক যে আন্তর্জাতিক বিশ্বের যে সমস্ত জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইউক্রেইন সংকটের পর থেকে সেগুলো নিয়েও আলোচনা হবে।”
নয়া দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)