উদ্ধার করা হয়েছে চাকু।
Published : 16 Jan 2024, 04:20 PM
গলায় ট্যাটু করে 'তোমাদের আরিফ ভাইয়া' লিখে প্রচার পাওয়া কিশোর গ্যাং নেতা আরিফ মিয়াকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
রোববার রাতে ২৩ বছর বয়সী এই তরুণে সঙ্গে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন– হৃদয় (২০), মো. আলম (১৯), ও মো. রমজান (১৯)। তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মিরপুরের বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেইনিং সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
"আরিফ মিরপুরের চিহ্নিত কিশোর গ্যাং প্রধান। ১০-১২ জনের একটি গ্রুপ রয়েছে তার। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন স্থানে মারামারি ও আতঙ্ক সৃষ্টি করে আসছে।”
ওসি বলেন, “ওই গ্রুপের সদস্যরা মেসেঞ্জারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে। চাঁদা আদায় বা প্রভাব খাটাতে গিয়ে গ্রুপের কোনো সদস্য কোথাও আক্রান্ত হলে বাকিরা ছুরি, লাঠি নিয়ে সেখানে হামলা করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)