সকলের জন্য উন্মুক্ত এ প্রদর্শনী চলবে মঙ্গলবার পর্যন্ত।
Published : 09 Feb 2024, 11:06 AM
ঢাকার ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে শুরু হচ্ছে শিল্পী শ্রীবাস বসাকের প্রথম চিত্র প্রদর্শনী ‘চিত্রপত্র’।
শিল্পী রফিকুন নবী শুক্রবার বিকাল ৪টায় এ প্রদর্শনী উদ্বোধন করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “শ্রীবাস বসাক নিয়মিত ছবি আঁকেন। বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প ও প্রাচ্যকলা রীতির অঙ্কনকে সঙ্গে নিয়ে আঁকতে আঁকতে সহজ সাবলীল নিজের একটা ধরণ তৈরি করেছেন। আর এখানেই শিল্পীর সার্থকতা।
“লোকায়ত চরিত্র, মানব-মানবীর অবয়ব, বাংলাদেশের নিসর্গ, বিভিন্ন সম্প্রদায়ের উৎসব, গরু-ঘোড়া, পাখি ও বিড়ালের ছবি তিনি এঁকেছেন নানা বর্ণিল রঙ আর স্বচ্ছন্দ রেখায়, যা শিল্পপ্রেমীদের মনে দাগ কাটবে।”
সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী চলবে মঙ্গলবার পর্যন্ত।