Published : 21 Nov 2022, 07:48 PM
ঢাকায় গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল নামে নতুন একটি স্কুল চালু করেছে এসটিএস গ্রুপ।
সোমবার রাজধানীর একটি হোটেলে স্কুলটির ব্র্যান্ড ও লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ‘স্কুল অব লাইফ’ ধারণা দ্বারা অনুপ্রাণিত হয়ে স্কুলটিতে শিক্ষার্থীদের জন্য স্টেমরোবোর সহযোগিতায় রোবোটিক্স অনুমোদিত পাঠ্যক্রম, ম্যাথবাডির সহযোগিতায় ম্যাথ ল্যাব, যুক্তরাজ্যের রয়্যাল স্কুল অব মিউজিকের অ্যাসোসিয়েটেড বোর্ডের স্বীকৃত মিউজিক, বিউমন্টের স্বীকৃত অত্যাধুনিক সুবিধা এবং আলিয়ঁস ফসেজ ঢাকার ফরাসি ভাষার ওপর সার্টিফিকেশনসহ বিভিন্ন প্রোগ্রাম চালু করা হয়েছে।
এছাড়া স্কুলটির সবগুলো শ্রেণিকক্ষে ওয়াইফাই সুবিধা, ভয়েস রেকর্ডিংসহ সিসিটিভি কাভারেজ, বাচ্চাদের বাবা-মায়ের জন্য লাউঞ্জ, খেলার জন্য বিশেষ স্থান, সংযুক্ত কোলাবোরেটিভ রুম, বিনোদনের জন্য বিশেষ এলাকা এবং শিক্ষার্থীদের বয়স অনুযায়ী ডিজাইনকৃত শ্রেণিকক্ষসহ বিভিন্ন বিষয় থাকবে বলে জানানো হয়।
লোগো উন্মোচন অনুষ্ঠানে এসটিএস গ্রুপের সিইও মানস সিং বলেন, “আন্তর্জাতিক মানের স্বাস্থ্য ও শিক্ষা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশে ১৯৯৭ সালে এসটিএস গ্রুপের যাত্রা শুরু হয়। আমাদের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আমরা গ্লেনরিচ ইন্টারন্যাশনাল নামে নতুন একটি স্কুল চালু করেছি, যা সুষ্ঠু পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের ২১ শতকের শিক্ষা প্রদানের বিষয়টি নিশ্চিত করবে।”
স্কুলের অধ্যক্ষ রমেশ মুডগাল বলেন, “স্কুল অব লাইফ ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল শুধু শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের জন্য একটি উন্নত পরিবেশ তৈরির চেষ্টাই করবে না; পাশাপাশি এটি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও সততা জাগিয়ে তুলবে, যাতে তারা সত্যিকার অর্থে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত হতে পারে।“
অনুষ্ঠানে এসটিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনির উদ্দিন, এসটিএস গ্রুপের বোর্ড মেম্বার ও সিনিয়র লিডারশিপ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।