আদাবরে আবাসিক ভবনের বেজমেন্টে আগুন, নিভেছে দেড় ঘণ্টা পর

আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2023, 08:56 AM
Updated : 28 May 2023, 08:56 AM

রাজধানীর আদাবরে একটি আটতলা আবাসিক ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ড ঘটেছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, রোববার দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের ওই ৮ তলা ভবনের বেজমেন্টে আগুন লাগে।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। “

আটতলা ওই ভবনটির পুরোটাই ‘আবাসিক’ জানিয়ে আদাবর থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, “বেজমেন্ট থেকে ধোঁয়া বের হতে থাকলে ভবনে থাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। আমরা ধারণা করছি বেজমেন্টে রাখা কোনো গাড়ির ইঞ্জিনের সমস্যা থেকে আগুনের সূত্রপাত হয়।“

আগুন লাগার পর কয়েক তলার বাসিন্দাদের নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান।