তাবিথ বলেন, “আবদুল আউয়াল মিন্টুর শারীরিক পরিস্থিতি বর্তমানে ‘স্থিতিশীল আছে’”
Published : 20 Apr 2024, 04:07 PM
গুরুতর অসুস্থ হওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে রাজাধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার ছেলে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “বুকে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা হওয়ায় আব্বুকে দ্রুত রাত ২টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। উনি হৃদরোগে রোগে আক্রান্ত হয়েছেন কিনা সেই শঙ্কা করছেন চিকিৎসকরা।”
আবদুল আউয়াল মিন্টুর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল আছে জানিয়ে তাবিথ বলেন, “ওনার রক্তের তিনটি পরীক্ষা হয়েছে। দুটিতে নেগেটিভ এসেছে। তৃতীয়টির রিপোর্ট হাতে পাওয়ার পর আমরা নিশ্চিত হতে পারব যে ওনার আসলে কী হয়েছে।”
আবদুল আউয়াল মিন্টুর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে।
৭৫ বছর বয়সী আবদুল আউয়াল মিন্টু মাল্টিমোড গ্রুপের কর্ণধার; তিনি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে ছিলেন এক সময়ে।