১৬ রোজা থেকে মতিঝিল স্টেশন থেকে রাত ৯টা ৪০ মিনিটে শেষ ট্রেন ছেড়ে যাওয়ার ঘোষণা আছে।
Published : 25 Mar 2024, 05:51 PM
আগামী বুধবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় আরও এক ঘণ্টা বাড়তে যাচ্ছে।
নতুন সূচি অনুযায়ী উত্তরা থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।
বর্তমানে রাত ৮টা ৪০ মিনিটে মতিঝিল থেকে সবশেষ ট্রেন ছাড়ে। উত্তরা থেকে সবশেষ ট্রেন ছাড়ে রাত ৮টায়।
গত ১০ মার্চ ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রো রেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তখন প্রতি ১২ মিনিট পরপর ট্রেন ছাড়বে।
ট্রেনের সময় বাড়ায় সব মিলিয়ে আরও ১০টি ট্রেন চলাচল করবে। এতে দিনে মোট মেট্রো ট্রেন চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার।
সময় বাড়ায় ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী চলাচল করতে পারবেন।
উপ-প্রকল্প পরিচালক মাহমুদুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, “মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হয়েছে কি না আমি ঠিক বলতে পারব না। কাল (মঙ্গলবার) আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বিষয়টি আপনাদের জানাবেন।”
মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে কি না জানতে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিককে কল দিলে তিনি ধরেননি। পরে তার ব্যক্তিগত সহকারী জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি নিয়ে কাল স্যার কথা বলবেন।”