ঘুষ গ্রহণের এক মামলায় ওয়াসার সাবেক ফিল্ড অফিসার খন্দকার জাহিদুর রহমানকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি জাহিদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়।
রায়ে জব্দ থাকা ঘুষের দুই লাখ টাকা অভিযোগকারী আশেক ছাদেক চৌধুরীকে ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
মামলার বিবরণে বলা হয়, ঢাকার উত্তরখানের দোবাদিয়া সাইনবোর্ড এলাকায় ৩৪৭৬/২৭২৭ দাগের জমিতে স্থাপিত গভীর নলকূপের বিল জারি করে নিয়মিতকরণের জন্য আশেক ছাদেক চৌধুরীর কাছ থেকে ২ লাখ টাকা ঘুষ নেন জাহিদুর রহমান।
২০১৮ সালের ২৬ জুন ঘুষের টাকাসহ জাহিদুরকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম রাজধানীর উত্তরা পূর্ব থানায় ওই দিনই মামলা করেন। তদন্তের পর ২০১৮ সালের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াদুদ।
রাষ্ট্রপক্ষে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।