ইসির আইন শাখার কর্মকর্তারা জানান, ৬৫৩ জন বিচারিক হাকিম কাজ করবেন পাঁচদিন। ভোটের আগে দু'দিন, ভোটের দিন এবং ভোটের পরে দু'দিন তারা নিয়োজিত থাকবেন।
Published : 27 Nov 2023, 04:04 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে আইন মন্ত্রণালয়ের কাছে ৬৫৩ জন বিচারিক হাকিম চেয়েছে নির্বাচন কমিশন।
৭ জানুয়ারির ভোটের আগে-পরে পাঁচদিনের জন্য দায়িত্ব পালন করবেন তারা।
ইসির আইন শাখার উপ-সচিব আবদুছ সালাম ইতিমধ্যে এ সংক্রান্ত চিঠি আইন ও বিচার বিভাগের সচিবের কাছে পাঠিয়েছেন।
এতে ৩০০ আসনের জন্যে উপজেলাভিত্তিক, সিটি এলাকায় ওয়ার্ডভিত্তিক একজন করে বিচারিক হাকিম নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইসির আইন শাখার কর্মকর্তারা জানান, ৬৫৩ জন বিচারিক হাকিম কাজ করবেন পাঁচদিন। ভোটের আগে দু'দিন, ভোটের দিন এবং ভোটের পরে দু'দিন তারা নিয়োজিত থাকবেন।
নির্বাচনে এবার থাকবে সাড়ে ৭ লাখ নিরাপত্তা সদস্য
নির্বাচনি আচরণবিধি: ৮০০ নির্বাহী হাকিম মাঠে নামছেন মঙ্গলবার
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা- এসব অপরাধগুলোর সংক্ষিপ্ত বিচার করতে পারবেন।
এসব নির্বাচনী অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
ইতোমধ্যে ৩০০ নির্বাচনী এলাকায় ৩০০ জনকে দিয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটি করা হয়েছে।