হাই কোর্ট গত ১২ অক্টোবর কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম মো. সোহেল রানাকে আদালত অবমাননার দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
ঢাকার কামরাঙ্গীরচর থেকে অস্ত্র মামলায় ১০ বছরের এবং দস্যুতার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত মঙ্গলবার রাতে মোহাম্মদ ভূট্টো (৪৪) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, র্যাব-১০ এর একটি দল কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার এলাকা থেকে ভুট্টোকে গ্রেপ্তার করে।
ভুট্টো ২০১৫ সালের দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং ওই বছরের একই থানার একটি দস্যুতা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত।
র্যাব বলছে, ভুট্টো মামলা হওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।