আপাতত পদ্মা সেতুতে মোটর সাইকেলের চলাচলের অনুমতি দেওয়ার কোনো ভাবনা সরকারের নেই।
Published : 06 Mar 2023, 12:18 PM
পদ্মা সেতু উদ্বোধনের পর আট মাস পেরিয়ে গেছে, মানুষের উন্মাদনাও থিতিয়ে এসেছে, তবে স্বপ্নের এ সেতু মোটর সাইকেলে চড়ে পার হওয়ার সুযোগ আপাতত মিলছে না।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেছেন, আপাতত মোটর সাইকেলের অনুমতি দেওয়ার কোনো ভাবনা সরকারের নেই।
“পদ্মা সেতুতে মোটর সাইকেল আপাতত না। শান্তিতে আছে পদ্মা সেতু।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর গতবছরের ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিনেই সেখানে ঢল নামে মোটর বাইকের আরোহীদের। তারা সেতুর উপর উঠে দল বেঁধে আনন্দ-উল্লাস আর হৈ-হুল্লোড়ে মাতেন।
সেই রাতে বাইক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।
সেই নিষেধাজ্ঞা কবে উঠতে পারে- এমন প্রশ্নে ওবায়দুল কাদের গত সেপ্টেম্বরে বলেছিলেন, “এ বাস্তবতাটি সবারই মেনে নেওয়া উচিৎ।”