কম যাত্রী নিয়েই সদরঘাট ছাড়ছে লঞ্চ

মিতালী-৫ লঞ্চের মাস্টার মিজানুর রহমান বললেন, “যাত্রী খুবই কম কিন্তু তারপরেও চালাচ্ছি নিয়ম রক্ষা করতে এবং কোম্পানির সুনাম ধরে রাখার জন্য।“

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 05:37 AM
Updated : 6 Nov 2023, 05:37 AM

বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধে দ্বিতীয় দিনে রাজধানীর সদরঘাট থেকে দক্ষিণের পথে নয়টি লঞ্চ ছেড়ে গেলেও তাতে যাত্রী ছিল কম।

লঞ্চের কর্মচারীরা বলছেন, কেবল ‘কোম্পানির দিকে তাকিয়ে’ যাত্রী পারাপার করছেন তারা।

সোমবার সদরঘাটে গিয়ে দেখা গেছে, অল্প যাত্রী নিয়ে বরিশাল, ভোলা, চাঁদপুর আর শরীয়তপুরের পথে লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে।

বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক এবিএস মাহমুদ বলেছেন, “লঞ্চ ছেড়েছে নয়টি, তবে যাত্রী কম। আর দুটি লঞ্চ সদরঘাট ছাড়েনি।“

মিতালী-৫ লঞ্চের মাস্টার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রী খুবই কম কিন্তু তারপরেও চালাচ্ছি নিয়ম রক্ষা করতে এবং কোম্পানির সুনাম ধরে রাখার জন্য।“

সোমবার সকাল থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে ইমাম হাসান, সোনার তরী-২, বোগদাদীয়া-৮, মিতালী-৪ নামের চারটি লঞ্চ। ভোলার ইলিশায় পথে গেছে দোয়েল পাখি-১০, কর্ণফুলী-১৪। বরিশালের মৃধারহাটের উদ্দেশে সদরঘাট ছেড়ে গেছে আওলাদ-২।

এছাড়া শরীয়তপুরের হাটুরিয়ায় গেছে বোগদাদীয়া-৬ এবং ভোলার হাকিম উদ্দিনের উদ্দেশ্য ছেড়েছে সারুক-১।

বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা এবিএস মাহমুদ বলেছেন, রোববার সদরঘাট থেকে ৫৪টি লঞ্চ ছেড়ে যায় আর ভেড়ে ৫২টি, যা স্বাভাবিকের চেয়ে কম।

নৌপথে যাত্রীরা ‘নিরাপদে যাতায়াত করছেন’ জানিয়ে সদরঘাট নৌথানার ওসি আবুল কালাম বলেছেন নৌপুলিশ সার্বক্ষণিক নদীতে টহল দিচ্ছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পরদিন হরতাল ডাকে বিএনপি ও তাদের মিত্র দল জামায়াতে ইসলামী। এরপর ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করে তারা।

প্রথম দফার অবরোধে তিনদিনই ‘যাত্রী খরা’ গেছে সদরঘাটে।

এরপর দ্বিতীয় দফায় দুই দিনের অবরোধের প্রথম দিন রোববার সদরঘাটে লঞ্চঘাট কার্যত ফাঁকা দেখা যায়। চাঁদপুর, ভোলা ও বরিশালের পথে লঞ্চ যাতায়াত করলেও তাতে যাত্রী ছিল কম।

তবে অবরোধের আগের দিন শনিবারও সদরঘাটে লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। এদিন সদরঘাট থেকে ৬১টি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলের পথে ছেড়ে যায়। আর অন্যান্য গন্তব্য থেকে ঢাকায় ভিড়েছে ৬৩টি লঞ্চ।