রাজধানীতে কভার্ড ভ্যান চাপায় নারীর মৃত্যু

আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2023, 06:55 AM
Updated : 15 May 2023, 06:55 AM

রাজধানীর কমলাপুর এলাকায় কভার্ড ভ্যানের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

মতিঝিল থানার এসআই মো. আবু জাফর জানান, সোমবার প্রথম প্রহরে উত্তর কমলাপুরে একটি এটিএম বুথের সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তিনি রাস্তায় ঘুরে ঘুরে ভাঙ্গারি সংগ্রহ করতেন বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে।

এসআই জাফর বলেন, “রাস্তায় ভাঙ্গারি টোকানোর সময় একটি কভার্ড ভ্যানের পেছনের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন ওই নারী। রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওই নারীর পরনে ছিল সুতি প্রিন্টের শাড়ি। ময়নাতদন্তের জন্য তার দেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসআই জাফর বলেন, ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় কভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।