ঢাকার দুই এলাকায় নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 22 Nov 2023, 02:53 PM
রাজধানীর সবুজবাগে হাতবোমা বিস্ফোরণ ও পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপি মিডিয়া সেন্টারে বুধবার এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের খবর দেন অতিরিক্ত পুলিশ কমিশনার খ. মহিদ উদ্দিন।
গ্রেপ্তার দুজন হলেন- শামীম মাহমুদ ও মো. মারুফ।
মহিদ উদ্দিন বলেন, বিএনপির অবরোধের মধ্যে ৫ নভেম্বর সবুজবাগের গ্রিন মডেল টাউন খালপাড়ে ‘দুষ্কৃতকারীরা’ ককটেল ফাটিয়ে নাশকতার চেষ্টা করে। এ ঘটনার ‘হোতা’ শামীমকে মুগদা থেকে গ্রেপ্তার করে সবুজবাগ থানা পুলিশ।
শামীমকে জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, “সরকারবিরোধী রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ নাশকতা চালিয়ে আসছিলেন তিনি। গত ২৮ অক্টোবর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে তিনি শনির আখড়ার দনিয়া থেকে ককটেল ভর্তি ব্যাগ নয়া পল্টনে নিয়ে যান।
“নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়ার সময় নয়া পল্টন এলাকায় নাশকতা চালায় শামীম। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে।”
অপরদিকে মঙ্গলবার ভোরে পল্লবীতে রাস্তায় দাঁড় করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে মারুফকে গ্রেপ্তারের কথা হয়।
“বিএনপি নেতাদের নির্দেশে মারুফ বাসে আগুন দেন। এই কাজের জন্য বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে তিনি ৩ হাজার টাকা পান,” বলা হয় সংবাদ সম্মেলনে।