প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত হোসেন মুন বলেন, ট্রেন দুর্ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।
Published : 23 Oct 2023, 10:02 PM
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রাতে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত হোসেন মুন এ কথা জানান।
সোমবার বিকালে কিশোরগঞ্জের ভৈরবে একটি কনটেইনার ট্রেনের ধাক্কায় এগার সিন্ধুর এক্সপ্রেসের দুটি বগি উল্টে অন্তত ১৭ জন নিহত হন।
শাখাওয়াত হোসেন মুন বলেন, ট্রেন দুর্ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।
সোমবার বিকাল পৌনে ৪টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে পুলিশের সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন।
সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে; ঘটনার তদন্তে গঠন করা হয়েছে দুটি কমিটি।